প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আয়বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শুভেচ্ছা বিনিময়ের প্রাক্কালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ আজিজ, শাহ আলম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ আব্দুল হাই, আকতার হোসেন, আব্দুল মান্নান, শাহাদাত হোসেন সোহাগ, সাহিত্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক নুর আলম, সমবায় বিষয়ক সম্পাদক জাফর হোসেন রনি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-শিল্প বিষয়ক সম্পাদক মোঃ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, দলীয় পদ পদবীর জন্য ভুল বুঝাবুঝির অবকাশ নেই। হয়তো পদ পাবে, কেউ পাবে না কিন্তু দেশ ও দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। নিজেদের মধ্যে কোনো বিরোধ হলে পতিত ফ্যাসিস্টরা সেটার সুযোগ নিতে চাইবে। সুতরাং দলীয় কোন্দল বা বিভেদ যাতে না হয় সেটা সবাইকে লক্ষ্য রাখতে হবে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী বেলায়েত হোসেন বুলুকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে।