চট্টগ্রাম

আলোচিত চসিক কাউন্সিলর টিনু কারাগারে

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৪ , ৭:১০:১৪ প্রিন্ট সংস্করণ

আলোচিত চসিক কাউন্সিলর টিনু কারাগারে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চকবাজার ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভ্যন্তরীণ বিরোধের জেরে এক যুবলীগ কর্মীকে অপহরণ করে নিজ ওয়ার্ড কার্যালয়ে আটকে রেখে বেধড়ক পেটানোর ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

মারধরের ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় দায়েরকৃত মামলায় মঙ্গলবার (১৯ মার্চ) আদালতে হাজিরা দিতে গেলে আদালত কাউন্সিলর টিনুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন কাউন্সিলর নুর মোস্তফা টিুন।

এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও খবর

Sponsered content