ঢাকা

আশুলিয়ায় নারীর মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০৯:১৩ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় নারীর মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পাঁচ লাখ টাকা লুট করেছে বলে দাবি পরিবারের।

শনিবার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত নারী সাহেরা বেগম (৫৫) টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ওই নারী হোটেলের ব্যবসা করতো।

নিহতের মেয়ে রুমার দাবি, তাদের বাসায় জমি কেনার ৫ লাখ টাকা ছিল। তার মাকে হত্যা করে টাকা, মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমাদের পাশের ঘরের এক ভাড়াটিয়া এই কাজ করে থাকতে পারে বলে আমি সন্দেহ করছি। এর সাথে জড়িতকে আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখন পর্যন্ত  নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের দাবি অনুযায়ী পাশের বাসার এক ভাড়াটিয়াকে আমরা সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছি। তার মোবাইলও বন্ধ। আমার খোঁজ নিচ্ছি।

আরও খবর

Sponsered content