ঢাকা

আশুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ৩:৫৯:০৭ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দোষীদের বিচারের দাবিতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়ায় বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর, ঢাকা-আরিচা ও নবীনগর-কবিরপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এই অবস্থান কর্মসূচি নেন তারা। এসময় মহাসড়কজুড়ে মোটরসাইকেল শোডাউন করতে দেখা গেছে। এসব অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা-১৯ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। 

এদিকে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরকারের নেতৃত্বে নরসিংহপুর এলাকায় অবস্থান নেন সভাপতি আব্দুল হাই আল হাদি, সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন মোল্লা ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক এসএম কিসমত আলী। 

অন্যদিকে, ধামসোনা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বাবুল হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন মুন্সী,  সংগঠনটির যুগ্ম-সম্পাদক দেওয়ান মাসুদুর রহমান, যুগ্ম-আহবায়ক মোঃ সানোয়ার হোসেন, ঢাকা জেলা ছাত্র দলের সদস্য মোঃ রাশেদুল ইসলাম ভূঁইয়া ও ধামসোনা ইউনিয়ন যুবদল নেতা মোঃ নাঈম ইউনিক এলাকায় অবস্থান নেন।

এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, ছাত্র-জনতার জন্যই বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা লাভ করেছে। তবে, এই স্বাধীনতা অর্জণ করতে গিয়ে অকালে ঝড়ে গেছে অসংখ্য তাজা প্রাণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়। এজন্য শেখ হাসিনাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। এছাড়া এই অঞ্চলে কোন প্রকার নাশকতা যেন না ঘটতে পারে, এই জন্য তিনি নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহবানও জানান।

আরও খবর

Sponsered content