প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:১৪:০০ প্রিন্ট সংস্করণ
“সমাজ পরিবর্তনের পরিকল্পনা” এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া গ্রাজুয়েট আ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে আশুলিয়ার নরসিংহপুর চায়না গার্ডেন এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে সংগঠনটির উদ্যোগে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
এসময় সাধারণ সভায় এসএম আমিরুল ইসলাম আসিফকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মো: আল-মামুনকে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদের একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও ঢাকা-১৯ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রধান করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আল-মামুন বলেন, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিজেদের তহবিল থেকে বিভিন্ন সময়ে অসহায় ও হত দরিদ্রদের সহযোগিতা করেছি এবং সামনের দিনগুলোতে আমাদের এই সামাজিক মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংগঠনের সদস্য হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো পেশার মানুষ আমাদের এখানে সদস্য হতে পারবে। তবে তাকে কমপক্ষে স্নাতক পাশ হতে হবে। এছাড়া সদস্য হওয়া যাবে না।
প্রসঙ্গত: ২০১৯ সালের ২৬ জুলাইয়ে ২৭ জন সদস্য নিয়ে সামাজিক সংগঠন হিসেবে এটির যাত্রা শুরু হয়। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১ হাজার ৫০০জন।