চট্টগ্রাম

আ.লীগ নেতার পক্ষ থেকে লাইব্রেরীতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই প্রদান

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৫:৩৭:১৬ প্রিন্ট সংস্করণ

আ.লীগ নেতার পক্ষ থেকে লাইব্রেরীতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ভূঁইয়া সামী আল মুজতবা শুভ’র পক্ষ থেকে সীতাকুণ্ড পাবলিক লাইব্রেরীতে ২০ পিস বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়েছে।

রবিবার (১ অক্টোবর) সকালে পাবলিক লাইব্রেরীর কেয়ারটেকার মোঃ আকবরের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইগুলো হস্তান্তর করেন ভূঁইয়া সামী আল মুজতবা শুভ এর পক্ষে তার মা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নারী নেত্রী, সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া বাকের।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারামখানা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইকবাল হোসেন টিপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সুরাইয়া বাকের বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মধ্যদিয়ে মহামানবের আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ করে আত্মসচেতনতাবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ নিয়ে সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বই পাঠ করতে হবে।

আরও খবর

Sponsered content