প্রতিনিধি ২০ জুন ২০২৪ , ৮:১১:৪২ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (তারু) এর বিরুদ্ধে ভিজিএফ চাল আত্মসাৎ সহ ইউনিয়ন পরিষদের প্রকল্পে দূর্নীতি করায় পরিষদের অন্য তিন সদস্য সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্যরা এতদ বিষয়ে প্রতিবাদ করায় তারা চেয়ারম্যান কর্তৃক হেনস্তার শিকার হন বলে জানিয়েছেন।
মাইজখাপন ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ( তারু) দীর্ঘ দিন চেয়ারম্যান থাকায় পরিষদের ১% রাজস্ব আয় উপজেলা পরিষদের তহবিল বরাদ্দ, ভিজিএফ, ভিজিডি, মা ও শিশু কর্মসূচি ভাতা, অতিদরিদ্রদের জন্য টিআর, টিসিবি, কাবিখা, কাবিটা প্রকল্পে দূর্নীতি করে আসছিল যা মহিলা মেম্বার গণ তার প্রতিবাদ করে।
এরই প্রতিবাদে ২০ জুন বৃহস্পতিবার বিকাল তিনটায় কিশোরগঞ্জ সদরের জালালপুর বাজারে মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু এর দুর্নীতির বিরুদ্ধে এলাকার সহস্রাধিক মানুষ প্রতিবাদী হয়ে এক মানব বন্ধন করেছে। জনদাবীর সংগে ঐক্যবদ্ধ আন্দোলনে সমর্থন মূলক বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।
মাইজখাপন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, সংক্ষিত মহিলা মেম্বার মোছাহ রুমা আক্তার, ফাতেমা আক্তার ও মোছা.ময়না।