চট্টগ্রাম

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৬:৪৪:২১ প্রিন্ট সংস্করণ

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দেশে সৎ, যোগ্য ও দক্ষ লোকের বড় অভাব। দেশ ও জাতি গঠনের জন্য সত্যিকার দেশ প্রেমিক নাগরিক দরকার । দেশ ও জাতি গঠনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার জন্য ইবতেদায়ী মাদ্রাসা গুলোতে সিলেবাস ভিত্তিক কুরআন ও হাদিস অধ্যায়ন বাড়াতে হবে।

দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ নুরুন্নবি।

বাংলাদেশ ইবতেদায়ী আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা আনোয়রুল ইসলাম আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দীন ইকবাল, মাওলানা মুহাম্মদ মুছা আনসারী, মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা আবুল হাসেম নোমান, মাওলানা মোহাম্মদ মুছা, মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দীন, হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম, মাওলানা মোহাম্মদ মুবিনুল হক, মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ নুরুল হামিদ প্রমুখ।

আরও খবর

Sponsered content