আন্তর্জাতিক

ইরানের এস-৩০০ লক্ষ্য করে ইসরায়েলের হামলা

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ৮:০৩:৩২ প্রিন্ট সংস্করণ

রাশিয়ার কাছ থেকে ইরানের কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) ভোররাত থেকে ইরানের রাজধানী তেহরানের চারপাশে অবস্থিত বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের।

তেহরানের বিমানবন্দর, এলিট ফোর্স আইআরজিসি ঘাঁটি ও গোপন পারমানবিক গবেষণাগার রক্ষায় নির্মিত সামরিক ঘাঁটির কাছে ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল রাশিয়ার কাছ থেকে কেনা এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানি ২ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলার প্রথম লক্ষ্যবস্তু করা হয় তেহরানের কাছে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটিকে।

ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্যবস্তুটি ছিল ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে মোতায়েন করা রাশিয়ার তৈরি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে, এ ক্ষেত্রে ইসরায়েল মোটেও সুবিধা করতে পারেনি।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক আইআরজিসির সদস্য জানিয়েছেন, ইরানে ইসরায়েলের আরো লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা করা।

যুদ্ধবিমান ছাড়াও ইসরায়েল শনিবার ভোরে চালানো হামলায় ড্রোনও ব্যবহার করেছে। সকালের হামলায় তেহরানের উপকণ্ঠে গোপন পারচিন সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু করেছিল।

এর আগে ২০২২ সালে পারচিন সামরিক কমপ্লেক্সে ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের একজন প্রকৌশলী নিহত এবং অন্য একজন কর্মচারী আহত হয়েছিলেন।

আরও খবর

Sponsered content