প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৪ , ৭:০৩:০৪ প্রিন্ট সংস্করণ
আলহাজ শাহজাহান চৌধুরী (সাবেক এমপি) এর ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক সংসদ সদস্য-প্যানেল স্পিকার আলহাজ শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহনগরীর সভাপতি এস.এম.লুৎফর রহমান, ন্যাশনাল ডক্টর’স ফোরাম চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক ডা. খাইরুল আনোয়ার, পার্ক ভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম রেজাউল করিম এবং ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহম্মদ মাহবুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডবলমুরিং থানার আমীর মোহাম্মদ ফারুক আযম ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডবলমুরিং থানার সভাপতি ক্বারী আকরাম হোসাইন জিহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম শাখার সভাপতি হামীদ হোসাইন মান্নান, ২৪ নং ওয়ার্ডের জননেতা ইঞ্জি. আব্দুল মালেক, ২৭ নং ওয়ার্ডের জননেতা মজিবুর রহমান এবং ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রবাদ চট্টগ্রামের হিসাব বিভাগের কর্মকর্তা মো. ইকরামুল হক, ওয়ার্ড মাস্টার বিভাগের ইনচার্জ মীর হোসাইন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লা আল আজিজ এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র হাসপাতালের সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) ডাঃ মো. ইদ্রিস উল্লাহ ভূঁইয়া ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের চিকিৎসা সেবা দেয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।