দেশজুড়ে

ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের জানাযা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২০ , ৬:১৮:০৫ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান এর জানাযা গত বুধবার খেলার মাঠে অনুষ্ঠিত হয়। শারীরিক অসুস্থ হওয়ায় ময়মনসিংহ সায়েম ডায়াগনোষ্টিক হাসপাতালে ভর্তি হয়।

চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)। আতাউর রহমানের জানাযার নামাযে অংশ গ্রহণ করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী।

এছাড়াও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম বুলবুল, ময়মনসিংহ জেলা আ’লীগের সদস্য, পৌর আ’লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস সাত্তার (কমান্ডার), উপজেলা জাতীয় পার্টি সহ সভাপতি নূরুল ইসলাম সুরুজ, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সাফায়েত হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মতিউর রহমান মতি, স্থানীয় সংসদ সদস্যের একান্ত সহকারী আব্দুল মতিন  এবং মরহুমের বড় ছেলে টিটুসহ পরিবারের লোকজন এবং নিকটাত্মীয় স্বজনরা জানাযার নামাযে অংশ গ্রহণ করেন।

আরও খবর

Sponsered content