বাংলাদেশ

উত্তরাঞ্চলে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:১১:৫৯ প্রিন্ট সংস্করণ

প্রতীকী ছবি

ভোরের দর্পণ অনলাইন:

নোয়াখালী বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণসহ দেশের বিভিন্ন জেলায় নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনায় সাথে জড়িত সকল ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবারও সারাদেশের ন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

 

কুড়িগ্রাম : কুড়িগ্রাম সবুজপাড়া মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোল্লা দুলাল, সহ প্রচার সম্পাদক মোফাচ্ছেল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিকসম্পাদক রফিকুল ইসলাম রজব, সদর থানা যুবদল সভাপতি হামিদ, পৌর যুবদল সাংগঠনিক সম্পাদক শিমুল, ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হিমেল প্রমুখ।

পত্নীতলা(নওগাঁ) : পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় মানববন্ধন ও প্রতিকী ফাঁসি মঞ্চায়ন করা হয়েছে। পউস রাজশাহী বিশ্ব বিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সিফাত রিজভীর সভাপতিত্বে ও শিহাব আল মশিউর নহরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল খালেক চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব বজলুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পউসের পক্ষ থেকে মুনমুন সওদা, তানবীর, সাকলায়েন, নিশাত, রাকি, বিলাশ, বুলেট প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানামোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন চিন্তক থিয়েটারের সভাপতি বাবুলাল চৌধুরী, ছন্দ সঙ্গীত নিকেতনের পরিচালক ফারুক হোসেন ছন্দ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ বিএনসিসির ক্যাপ্টেন ইব্রাহিম খলিল, সাংস্কৃতিকর্মী বন্যা রায়, নাট্যকর্মী মিনহাজুল তালুকদার রোমান, গোবিন্দগঞ্জ প্রতিবন্ধি উন্নয়ন কেন্দ্রের মহিলা বিষয়ক সম্পাদিকা জুথিকা আকতার জ্যোতি প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের দক্ষিণপাড় এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন চলাকালে আমিনুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আলামীন হোসেন, আবির হোসেন, আলিফ হোসেন, সাগর আলী, ওমর ফারুক, মিলন মিয়া, ইমন হোসেন, সজিব খান প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা মসজিদ মোড়ে সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোকিত সুন্দরগঞ্জ, সুপ্রকাশ সাহিত্য সংসদ, উত্তরণ পাঠাগার, সুন্দরগঞ্জ বøাড ডোনার ক্লাব, বলাকা, উৎসর্গ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা এ মানববন্ধনে অংশ নেয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকার, উপাধ্যক্ষ নাসরীন সুলতানা, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, সাহিত্যিক কঙ্কন সরকার, সাংবাদিক ও সংগঠক সুদীপ্ত শামীম প্রমুখ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন পেশাজীবি শ্রেণির মানুষ অংশ নেয়। সংগঠনের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি শাহ জামাল উদ্দিন রাব্বানী, সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ, ইটালী বিষ্ণপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, মাওলালানা মো. ওমর ফারুক, মাওলানা আতিকুর রহমান শাদী প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা) : বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে ঈশ্বরদীতে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী মানববন্ধনে ‘আলোক প্রজ্জ্বলন’ করা হয়েছে। আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নূর ইসলাম শাওন, ঈশ্বরদী সরকারি কলেজ কমিটির সভাপতি খোন্দকার মো. আরমান প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) : রংপুরের গঙ্গাচড়ায় জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রæপের প্রতিষ্ঠাতা এডমিন আকাশ খাঁন, গঙ্গাচড়া ইউনিটের এডমিন সামিউল ইসলাম শুভ, গঙ্গাচড়া ইউনিয়ন কমিটির আহবায়ক ফারজানা আক্তার নওরিন, আরিফুল ইসলাম হৃদয় প্রমুখ।

বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে বিজয় চত্বরে এক্সচেঞ্জ বøাড ব্যাংক, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরি ও ঝঅইউ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ মো. জাকারিয়া জাকা, বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু হুসাইন বিপু, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম খান, বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রোকুনুজ্জামান বিপ্লব প্রমুখ।

নীলফামারী : সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধর কর্মসূচি পালন করা হয়। স্বেচ্ছাসেবি সংগঠনের আহবায়ক নওশাদ আনসারির সভাপতিত্বে এতে সকল সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নিরপেক্ষ বিচার ব্যবস্থা আছে। তবে এটা দীর্ঘসুত্রিতার। এতে অনেক ফাঁক ফোঁকর দিয়ে অপরাধিরা নিজেদের রক্ষা করছে। এছাড়া মহামারি করোনা ভাইরাস হলেও দেশে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে। যা করোনার চেয়ে ভয়ংকর রুপ নিয়েছে।

ডোমার (নীলফামারী) : নীলফমারী জেলার ডোমারে রেলগেট মোড়ে ধর্ষণ ও নিপিড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে ঘন্টাব্যপি মানববন্ধন করা হয়েছে। তরুণ নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে সংবাদিকের পক্ষে ইয়াছিন মোহাম্মদ সিথুন, ছাত্র অধিকার পরিষদের জেলা আহবায়ক মাহির মিলন, ধর্ষণ ও নিপিড়ন বিরোধী ছাত্র জনতার সদস্য মো. রেজাউল ইসলাম, মো. নাহিদ, ফাহিম ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ঠাকুরগাঁও : শহরের চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন জেলা জেএসডির ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উদীচীর সাধারণ সম্পাদক রেজয়ানুল হক রিজু, তেল-গ্যাস খনিজ সম্পদ রক্ষার জেলা আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রুবেল, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সদর উপজেলা সভাপতি আহসানুল হক বাবু, উদীচীর সহ-সভাপতি এমএস আহম্মেদ রাজু, ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by