প্রতিনিধি ৫ আগস্ট ২০২৪ , ৬:০৯:৪০ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে এক দফার দাবীতে ছাত্র/ছাত্রী ও সাধারণ জনতা বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা। পরে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে বিজয় মিছিল করেন আন্দলোনকারী ছাত্র জনতারা।
সোমবার (৫ আগষ্ট) দুপুর দুইটার দিকে উলিপুর গবারমোড় থেকে বিভিন্ন শ্রেণি পেশার শত শত আন্দোলনকারী বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এ সময় পুলিশ থানার সামনে মোড়ে অবস্থান নিলেও আন্দোলনকারীদের বাঁধা দেননি। আন্দোলনকারীরা হাতে লাঠি, সোটা, নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
পরে পৌর শহরের চৌরাস্তার মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। সেখানে কিছু সময় অবস্থান নেয়ার পর পুনরায় বিক্ষোভ মিছিল করে গবারমোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন। এ সময় শহরের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনকারীদের দখলে ছিল পৌর শহর। সকল আন্দলোনকারী ছাত্র জনতা মিছিল করতে থাকেন।