রংপুর

উলিপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৪:১৭:৩৫ প্রিন্ট সংস্করণ

উলিপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কুড়িগ্রামের উলিপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সভা ও দোয়া মাহফিল হয়।
পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপাসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, উপজেলা মহিলাদলের সভানেত্রী রিনা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ এবং জুলাই অভ্যূত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content