রংপুর

উলিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৫ , ৬:১৩:০৬ প্রিন্ট সংস্করণ

উলিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালেদা বেগম, প্রেসক্লাবের সভাপতি মাও মমতাজুল হাসান করিমী প্রমুখ l 

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭টি গ্রূপে বিভক্ত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেদের ভাবনাগুলো লিপিবদ্ধ করে সবার মাঝে তুলে ধরেন। অপরদিকে উলিপুর মহারানী স্বর্ণময়ি স্কুল এন্ড কলেজে তরুণ্যের ভাবনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content