রংপুর

উলিপুরে দুই শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

  প্রতিনিধি ১১ মে ২০২৪ , ৪:১৪:০৬ প্রিন্ট সংস্করণ

উলিপুরে দুই শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি বিলুপ্তির গুজব ছড়ানোর অভিযোগে দুই শিক্ষকের কাছে জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ প্রেরণের ঘটনা ঘটেছে।

সম্প্রতি ওই দুই শিক্ষক উপজেলা কমিটি বিলুপ্তির ভুয়া ঘোষণা পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন ওই দুই শিক্ষককে কারণ দর্শানো পত্রের বিষয়টি শনিবার (১১ মে) নিশ্চিত করেছেন।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও আব্দুল্যা হেল কাফীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়। সেই থেকে এই দুই শিক্ষক নেতার নেতৃত্বে কমিটি পরিচালনা হয়ে আসছে। সম্প্রতি এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক সরকার এবং প্রচার ও মিডিয়া সম্পাদক নেয়ামুল হক সোনার কেন্দ্রীয় কমিটির একাংশের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান ও আলাউদ্দিন মোল্লা স্বাক্ষরিত পত্রে উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায়।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ ও নজরুল ইসলামের নেতৃত্বে আমাদের উলিপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতি পরিচালিত হয়ে আসছে। কিন্তু প্রধান শিক্ষক জহুরুল হক সরকার এবং নেয়ামুল হক সোনার উলিপুর কমিটি বিলুপ্তির গুজব ছড়িয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি বহাল রয়েছে। কমিটি বিলুপ্তির গুজব ছড়ানোর অভিযোগে ওই দুই শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়ে ৮ মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content