রংপুর

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু 

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৩:২৯:২৩ প্রিন্ট সংস্করণ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু 

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (২১) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের নয়ার চর ব্যাপাড়ি পাড়া এলাকায়। আরিফুল ইসলাম ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। সে কুড়িগ্রাম বিএম কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। আরিফুলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

এলাকাবাসী ও স্বজন সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তাদের নিজস্ব রাইচ মিলের বিদ্যুতের কাজ করতে মেইন তার অসাবধানতাবশত তার হাতে এসে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জানতে পেয়ে আরিফুলকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন।

উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

উলিপুর থানার ওসি আবু বক্কর সি‌দ্দিক ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন, এ ঘটনায় এক‌টি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুম‌তি দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content