প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৫:০৪:৪৮ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে মধ্য বজরা যুব সমাজের উদ্যোগে এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নে বজরা এল কে আমিন ডিগ্রি কলেজ মাঠে মধ্য বজরা যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে মাওলানা মো. বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপি সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হায়দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ওবায়দুর রহমান (বুলবুল)। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলার অন্তর্গত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, লক্ষ তরুনের হৃদয়ের স্পন্দন, মুসলিম উম্মাহর গৌরব, মাজলুম আলেম-ই-দ্বীন মাওলানা মুফতি আমির হামজা। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলার বজরা এলাকার মাওলানা মো. আবুজার গিফারি সাহেব। তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বালারচর ফাজিল ডিগ্রি মাদ্রাসার মুদাররিস আলহাজ্ব মাওলানা মো. নুরুন্নবী আজাদ সাহেব। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম। মাহফিল পরিচালনা করেন কালপনি বজরা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আকরাম বীর।
উল্লেখ্য যে, আওয়ামী সরকারের পতনের পর দিনের মধ্যে স্বাধীন ভাবে ইসলামি সভা করতে পেরে ধর্মপ্রাণ মুসলমানেরা অনেক খুশি। উক্ত তাফসীরুল কোরআন শোনার জন্য প্রচন্ড তাপদাহ অপেক্ষা করে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের উপস্তিতি দেখা যায়।