রংপুর

উলিপুরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে মানববন্ধন

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৬:০৫:৪২ প্রিন্ট সংস্করণ

উলিপুরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে মানববন্ধন হয়।

সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রামানিক রিপনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মাহফুজার রহমান মুকুল, এরশাদুন্নবী এরশাদ, রফিকুল ইসলাম আনছারী, সৈয়দা উম্মে হাবিবা পলি, কাজী শামীম আরা মানু, সহকারী শিক্ষক ফিরোজ আলম মন্ডল, হাফিজুর রহমান, ফারিন খন্দকার ও আনিছুর রহমান প্রমুখ।

এ সময় শিক্ষকরা বলেন, “শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করতে হবে। আমরা বৈষ্যমের নিরসন চাই। অনতিবিলম্বে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবী জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

আরও খবর

Sponsered content