রংপুর

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন পালন

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ৭:৪৩:২৯ প্রিন্ট সংস্করণ

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন পালন

কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট ) দুপুরে গবা মোড়ে বাংলাদেশ হিন্দু মহাজোট উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের বাড়ী, প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে তাদের সুরক্ষার জন্য মানববন্ধনটি পালন করে।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি গণেশ দত্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উৎপল রায়, হিন্দু মহাজোট পৌর কমিটির সভাপতি অলক কুমার সরকার। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তাদের যান-মালের নিরাপত্তার দাবী জানান।

পরে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন, উলিপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও কুড়িগ্রাম জেলা কৃষক দল। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র হায়দার আলী মিয়া, কড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা  আবু জাফর সোহেল রানা। বক্তরা বলেন, এদেশ আমার আপনার সকলের, এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে তাদের উপর যারাই নির্যাতন করবেন তাদেরই উপযুক্ত বিচারের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content