চট্টগ্রাম

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ৫:৪৪:২৫ প্রিন্ট সংস্করণ

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মাসব্যাপী “এইচপিভি ক্যাম্পেইন” শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে নগরবাসীকে আরও সচেতন ও তথ্যপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে বুধবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) স্বাস্থ্য বিভাগের উদ্যোগে চসিক জেনারেল হাসপাতালে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা)। এতে আরও উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী কর্মকর্তা তৌহিদুল আলম চৌধুরী, ইউনিসেফের প্রতিনিধি ডা. প্রসুন রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) ডা. মো. সরোয়ার আলম প্রমূখ।

বক্তারা উল্লেখ করেন, জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা অত্যন্ত কার্যকর। বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ু মুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং ১০ থেকে ১৪ বছরের বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরদের জন্য এই টিকা বিশেষভাবে কার্যকর। এইচপিভি টিকার একটি মাত্র ডোজই যথেষ্ট বলে বিবেচিত।

টিকার গুরুত্ব ব্যাখা করতে গিয়ে বক্তারা জানান, বিশ্বব্যাপী পরীক্ষিত এই টিকা নিরাপদ এবং ক্যান্সার প্রতিরোধে ফলপ্রসু। এ বছর সরকার এইচপিভি টিকা বিনামূল্যে প্রদান করবে। তাই, গুজবে বিভ্রান্ত না হয়ে, নিবন্ধন করে টিকা নিয়ে জরায়ু মুখ ক্যান্সার থেকে নিজেদের ও কন্যা সন্তানদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আরও খবর

Sponsered content