প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৩০:৪০ প্রিন্ট সংস্করণ
আবু তাহের, চট্টগ্রাম ব্যুরো :
জনবিচ্ছিন্ন এ সরকারের বিরুদ্ধে আর কোনো দফা দিয়ে হবে না, এখন একদফার আন্দোলনে রয়েছে দেশের জনগণ। কোনো শর্তছাড়াই পদত্যাগ করে এ সরকারকে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এখানে মায়াকান্না, গল্প কিংবা আর কোনো হামলা মামলায় চলমান আন্দোলন স্তব্দ করা যাবে না বলে দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ২টায় নগরীর কাজীর দেউড়ীতে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে, সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীমের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, গোলাম আকবর খোন্দকার, যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, জয়নাল আবেদীন ভিপি, এসএম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপি’র সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।
নজরুল ইসলাম খান আরও বলেন, নিলর্জ এ সরকার পদত্যাগী এক নেতা আব্দুস সাত্তারকে জেতাতে যে হাস্যরসের সৃষ্টি করেছে তা এ সরকারের অন্তসারশূণ্যতারই বহিঃপ্রকাশ। হিরো আলমের কাছেও যাদের অবস্থা গুরুচরণ তারাই এদেশে উন্নয়নের সবক দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।
তিনি বলেন, অর্থ পাচার, দুর্নীতি আর সন্ত্রাসীদের জনক আওয়ামী লীগ এখন দিশেহারা। তারা জনস্রোত দেখলেই পাগল হয়ে যায়। মিথ্যা মামলা, হুলিয়া আর প্রপাগান্ডা দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না, সেটা বুঝতে পেরেই আজ তারা পাগল প্রায়।