প্রতিনিধি ২২ মে ২০২১ , ৫:১৬:০৭ প্রিন্ট সংস্করণ
শনিবার (২২ মে) বিকেল ৪টার দিকে বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করতে তার বাসায় যান ছোট ভাই কাদের মির্জা।
এ সময় ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আবদুল কাদের। এরপর তারা বৈঠক বসেন।
এরআগে শুক্রবার (২১ মে) সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছিলেন কাদের মির্জা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এমন অঙ্গীকার করেন।
এ সময় আবু সাঈদ আল মাহমুদ স্বপন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ও জনগণের ভোটে নির্বাচিত একজন মেয়র হিসেবে তাকে (কাদের মির্জা) অধিকতর দায়িত্বশীল হয়ে কোম্পানীগঞ্জে দলের মাঝে বিভাজন কমিয়ে দলের ঐক্য ও সংহতি মজবুত করতে বলেছি। কোম্পানীগঞ্জে আমাদের দলের কারণে যেন জনগণের মাঝে কোনো উৎকণ্ঠা না থাকে, সে লক্ষ্যে কাজ করার জন্য তাকে অনুরোধ করেছি।
আবদুল কাদের মির্জা বলেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একান্ত আলাপ করেছি। আশা করি, অতি শিগগিরই সব সমস্যার সমাধান হবে।