চট্টগ্রাম

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজন লিও ইয়ূথ ক্যাম্প অনুষ্ঠিত

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪২:১৭ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজন লিও ইয়ূথ ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের উদ্যোগে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী ওয়ার্ল্ড এবং মোটেল লাবনী মাঠ প্রাঙ্গনে “প্রাণন“ লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দুইদিনব্যাপী প্রাণন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর বালকৃষ্ণ বার্লাকোটি। প্রধান অতিথির উপস্থিতিতে ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমেজেএফ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর এন্ডোর্সি লায়ন নাজমুল হক, গেট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, মাল্টিপল চেয়ারপার্সন লায়ন ফারহানা বক্স, জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন মো. মোস্তাক হোসাইন এমজেএফ, লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ, লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, লিও এডভাইজরী পেনেলিস্ট লায়ন গাজী মো. শহিদুল্লাহ, জিএলটি লায়ন জাহানারা বেগম, জিএমটি লায়ন ইঞ্জি. চন্দন দাশ, এলসিআইফ কোঅর্ডিনেটর লায়ন হুমায়ুন কবির, জিইটি লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন লিও লেয়াজু লায়ন বায়েজিদ সুমন, প্রাণন লিও ইয়ুথ ক্যাম্প এডভাইজরী কমিটির চেয়ারম্যান লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ, সেক্রেটারী লায়ন অঞ্জন শেখর দাশ এমজেএফ, ট্রেজারার লায়ন মো. খলিল উল্লাহ চৌধুরী সাকিব, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন বদিউর রহমান, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন শাহ জালাল, এছাড়াও আরোও উপস্থিত ছিলেন লিও মাল্টিপল সভাপতি লিও আকিব দিপু, প্রাক্তন সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন শাহজাদা গাজী মো. গজনবী, লায়ন এস এম কামরুল ইসলাম পারভেজ, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাছের রনি, লায়ন মোঃ আবুল খায়ের, লায়ন মোঃ ওবাইদুর রহমান, লায়ন মোঃ সাইফুল করিম আরিফ,লিও ইরফান মোস্তফা, সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ, প্রাণন লিও ইয়ুথ ক্যাম্প চেয়ারম্যান লিও ইরফান উদ্দিন চৌধুরী রনি, লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, লিও সিরাজুল করিম হিরু, লিও মেহেদী হাসান নয়ন, লিও রাফিদ মোঃ আহনাফ, লিও মিজানুর রহমান মামুন, লিও জায়েদ হোসাইন, লিও আমিনুল ইসলাম, লিও জয়নুল আবেদীন, লিও হিরো জান্নাত সাথী, লিও হোসেন ইমরান নিক্সন ও অন্যান্য লিও নেত্রীবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান ক্যাম্প সেক্রেটারী লিও জাওয়াদুল করিম ও লিও জেলার জয়েন্ট সেক্রেটারি লিও পৃথা পারমিতা রায় এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন লিও জেলা ৩১৫ বি৪ এর জেলা সভাপতি লিও দীপ্ত দে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ লিও ক্লাব সমুহ পরিদর্শন করেন। ইয়ুথ ক্যাম্পে লিও জেলা ৩১৫ বি৪ এর আওতাদিন প্রায় ৪০টি ক্লাবের পাঁচশত (৫০০) লিও সদস্য ও আন্তর্জাতিকভাবে নেপাল হতে ৩২৫কে, ৩২৫এল, ৩২৫আই হতে ৭জন লিও অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান হতে লিওদের মধ্যে গান, লিও’স গট ট্যালেন্ট, কালচারাল ডেলিগেশন, প্রেসিডেন্ট স্পীচ, ড্রেস ইউথ পারপাস এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সে সাথে উপস্থিত লিওদের মধ্য হতে প্রায় ২শতাধিক লিওদের নিয়ে লিডারশীপ রান অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে লিও জেলা সচিব লিও মোঃ সিফাতুল ইসলাম সামি সঞ্চালনায় বেনকুইট সেশন অনুষ্ঠিত হয়। এতে মোটিভেশনাল বক্তা হিসেবে বক্তব্য রাখেন আএসসিইএ এর সিইও ইজাজুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। সমাপনী অধিবেশন শেষে রাত ১২.০১ মিনিটে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে আনন্দঘন মুহুর্তে ক্যাম্পের সমাপনী ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content