ঢাকা

কবরস্থান থেকে ৩ লাশ চুরি, স্বজনদের কান্না থামছে না 

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৪:০৭ প্রিন্ট সংস্করণ

কবরস্থান থেকে ৩ লাশ চুরি, স্বজনদের কান্না থামছে না 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি কবরস্থান থেকে তিনটি লাশ চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে। এ চুরির ঘটনার পর থেকে দাফনকৃত ব্যক্তিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

এরপরই কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজনরা কবরস্থানে ছুটে আসেন। এ সময় চুরি হওয়া লাশগুলোর স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। কোনোভাবেই তাদের সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। তারা অবিরতভাবে কেঁদেই যাচ্ছেন। অনেকে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন। এ অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে ছয়টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এর মধ্যে চিত্রাপাড়া গ্রামের লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়জিদ হোসেনের কবরের লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই তিনটি লাশ চুরি হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যে সব মৃত ব্যক্তির লাশ চুরি হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content