বাংলাদেশ

কমিশনকে করা সুপারিশের বিষয়ে জানালেন ইসি সচিব

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ , ৪:৫০:৫৩ প্রিন্ট সংস্করণ

কমিশনকে করা সুপারিশের বিষয়ে জানালেন ইসি সচিব

নির্বাচনী অপরাধের বিচার ইসির হাতে রাখাসহ একগুচ্ছ সুপারিশ করা হয়েছে নির্বাচন কমিশনকে, জানালেন ইসি সচিব মো. শফিউল আজিম।

বুধবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, ‘‘নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করার চেষ্টা করেছি। সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি হওয়ার বিষয়ে আমরা সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করেছি।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য হলো সংস্কার কমিশনের কাজ যাতে সফল হয়। তাই আমরা কমিশনকে কিছু সুপারিশ করেছি।’’

শফিউল আজিম জানান, ‘‘আইন প্রয়োগে যাতে নির্বাচনী কর্মকর্তারা কোনো পক্ষের বাধার সম্মুখীন না হন, সে বিষয়েও আলোচনা হয়েছে। নির্বাচনী অপরাধের বিচার যেন হয় এবং সেই ক্ষমতা ইসির হাতে থাকে, সেই সুপারিশও করেছি। পাশাপাশি, মিডিয়া যাতে নিরপেক্ষভাবে কাজ করে, সেই বিষয়ে সংস্কার কমিশনকে সুপারিশ করা হয়েছে।’’

এ বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘‘নির্বাচনী কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নির্বাচন ব্যবস্থার উন্নতি নিয়ে পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে আরও সুপারিশ আসবে।’’

ড. মজুমদার বলেন, ‘‘কমিশনের ক্ষমতা ও কার্যকারিতা বাড়ানো এবং মাঠ প্রশাসনসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’’

আরও খবর

Sponsered content