বাংলাদেশ

করোনা: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬, মৃত্যু ২

  প্রতিনিধি ১০ মে ২০২০ , ১:৩৩:২৩ প্রিন্ট সংস্করণ

 নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় ২ জনের নতুন মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে। 

রোববার (১০ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন ব্যক্তির সুস্থ হওয়ার তথ্য জানান তিনি।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ফলাফলে ৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৪৩১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩৩৬ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১৩৩৬ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৫৫ জনের আর সুস্থ হয়েছেন ১১৪ জন।  

আরও খবর

Sponsered content

Powered by