চট্টগ্রাম

কর্ণফুলীতে দুই ইয়াবা কারবারী গ্রেপ্তার

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৪ , ৫:৪৭:১৬ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলীতে দুই ইয়াবা কারবারী গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তারপূর্বক ইয়াবা জব্দের বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন।

গ্রেপ্তার হওয়া দুই ইয়াবা কারবারী হলেন কক্সবাজার সদর এলাকার মৃত জয়নাল উদ্দিনের ছেলে বাহাদুর মিয়া (৩৬) এবং একই গ্রামের মৃত মকতুল হোসেনের ছেলে আজিজুল হক (৩৪)।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় আসামিদের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের পরনের প্যান্টের পকেট ও লুঙ্গির গোছা থেকে এ্যামফিটামিনযুক্ত ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content