বরিশাল

কলাপাড়ায় মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৮:১৯:২৩ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শিশু ও মানব পাচার রোধে এবং শিশু সংবেদনশীল সংবাদ পরিবেশনা ও প্রস্তুত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পিসিটিএসসিএন কনসরটিয়াম এর উদ্যোগে সিপিডি এর মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ূন কবির। বেসরকারি সংস্থা সিপিডি এর প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল্লাহ রিয়াজ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জীবন কুমার মন্ডল, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, নেছার উদ্দিন আহমেদ টিপু, জসীম পারভেজ, মো. ওমর ফারুক প্রমূখ। সভায় কলাপাড়া প্রেসক্লাব, রির্পোটার্স ইউনিটি, রির্পোটার্স ক্লাব এবং বিভিন্ন ইটেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।