চট্টগ্রাম

কাথরিয়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ৩:৫৩:৪৫ প্রিন্ট সংস্করণ

কাথরিয়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেলে কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহাদাত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আরিফ মঈনুদ্দিন ও সেলিম উদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। এতে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি আকতার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, নুরুল আমিন, আ ন ম ফরহাদুল আলম, বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বক্তব্য রাখেন। 

এতে অন্যান্যদের মাঝে বাঁশখালী উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসাইন, খোরশেদ আলম পাশা, জাহেদুল আলম মিজান, জামাল উদ্দীন, মনছুর আলম, আবদুল জব্বার, মুজিবুল আলম, মিশুক কান্তি দে, বেলাল উদ্দীন সিকদার, ওসমান গণি, মোহাম্মদ এরশাদ, আজমিরুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে দিদারুল ইসলাম চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে যুব জাগরণ সৃষ্টি হয়েছে। বিএনপি, জামায়াত নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। এই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অর্থবিত্ত কিংবা প্রভাব দেখে যুবলীগের পদ দেয়া হবে না। বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী সৈনিকদেরকেই যুবলীগের পদ দিয়ে মূল্যায়ন করা হবে।

প্রধান বক্তার বক্তব্যে জহুরুল ইসলাম জহুর বলেন, ‘যাদের বিরুদ্ধে মাদক কারবারি, ভূমিদস্যুতা, নারী নির্যাতনসহ বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ আছে তাদের স্থান যুবলীগে নেই। যাদেরকে এলাকার মানুষ ভয়ে নয়, সম্মান করে সালাম দেয় যুবলীগের কমিটিতে তাদেরকেই মূল্যায়ন করা হবে।’

আরও খবর

Sponsered content