দেশজুড়ে

কালিয়াকৈরে আঞ্চলিক সড়কে খানা খন্দ যান চলাচলের অনুপযোগি

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৮:১৫:১০ প্রিন্ট সংস্করণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরবড়ইবাড়ী সড়কে বোর্ড মিল এলাকার প্রায় এক কিলোমিটার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে এতে যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে ছোট ছোট যানবাহনে রোগিসহ সুস্থ মানুষও যেন অসুস্থ্য হয়ে বাড়ী ফিরছে

বুধবার সকালে সরেজমিনে গিয়ে গেছে, ওই সড়কের বোর্ড মিল সড়কের লিজ ফ্যাশন লিমিটেড নামক কারখানার সামনে থেকে মদিনা পানির ট্যাংক, পূর্বচান্দরা বাজার এলাকা থেকে মাটিকাটা রেলক্রসিং সড়ক পর্যন্ত বড় ছোট গর্তের সৃষ্টি হয়েছে এলাকায় ১০১২টি তৈরি পোশাক কারখানায় লোডবাহি কার্ভাড ভ্যান চলাচলসহ শতশত রিক্সা, ইজিবাইক, সিএসজি, প্রাইভেটকার চলাচল করে

ফলে সড়কে দীর্ঘদিন ধরে বেহাল দশা হয়ে পড়লেও পৌরসভা কিংবা সওজের কর্তৃপক্ষের কোন সুদৃষ্টি নেই বলে এলাকাবাসী অভিযোগ করেন এলাকাবাসী আব্দুস সাত্তার মিয়া জানান, মদিনা পানির ট্যাংক কারখানা সড়কের দুই পাশ দিয়ে জায়গা না রেখে বিল্ডিং তৈরি করেছে ফলে সড়কে বৃষ্টির পানি কোথাও বের হওয়ার জায়গা না পেয়ে সড়কের উপর জমে থাকছ্ এতে পানির উপর দিয়ে শত শত যানবাহন চলাচল করায় অসংখ্য গর্তেও সৃষ্টি হয়েছে

রিক্সাচালক মোহসিনুজাম্মান জানানদীর্ঘদিন ধরে এক থেকে দেড় কিলোমিটার সড়কে খানাখন্দের কারণে সড়কে যানচলাচল অনুপযোগি হয়ে পড়েছে রিক্সায় অতিরিক্ত ঝাকুনি হওয়ায় যাত্রীদের গালাগাল প্রতিদিনই শুনতে হচ্ছে

স্থানীয় কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান, সফিপুরবড়ই সড়কে সফিপুর বাজার এলাকা থেকে মাটিকাটা পর্যন্ত আড়াই কিলোমিটারের নতুন কাজের টেন্ডার হয়েছে এই আড়াই কিলোমিটারের মধ্যে পৌণে দুইকিলোমিটার আরসিসি ডালাই বাকী অংশ কাপেটিং হবে করোনার ভাইরাস থেকে মুক্ত হতে পারলেই কাজ ধরবে ঠিকাদার

আরও খবর

Sponsered content

Powered by