প্রতিনিধি ১৬ জুন ২০২২ , ৭:২৩:৫৯ প্রিন্ট সংস্করণ
মো. আব্দুল জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) :
পূর্বের প্রজন্মের পেশার প্রতি সম্মান জানাতে নাম দিয়েছে মাস্টার ডেইরি ফার্ম। দিনাজপুর সরকারি কলেজ থেকে মাষ্টার্স ডিগ্রী অর্জন শেষে কাহারোল উপজেলায় কার্লব এর ব্যবস্থাপকের চাকরি করেছি কিছুদিন নিজের মেধা শক্তি ও শারীরিক পরিশ্রমে নিজেই লাভবান ও অন্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কার্লব চাকরি ছেড়ে গরুর ফার্ম করেছি, এমন কথা বললেন দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউপির সরঞ্জা গ্রামের মৃত-আতা মাষ্টার এর ছেলে সাইফুল ইসলাম (রুবেল)।
তিনি বর্তমানে কাহারোল উপজেলার বুলিয়া বাজার কলেজের প্রভাষক ও কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান। তবে তিনি অন্যের ফার্ম দেখেই তিনি নিজেকে এ কাজে জড়িত করেন।
এক বিঘা জমির উপর প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে মাস্টার ডেইরি ফার্ম সেট করেছেন। তার ফার্মে বর্তমানে বিদেশি জাতের ২৫-৩০ টি গরু আছে । এসবের ক্রয়মূল্যে প্রায় ৫০ লক্ষ টাকা । খৈইল,ভূসি,খড় ও ওষধসহ গরুর পেছনে যত টাকা খরচ হয় সে তুলনায় গরু লালন পালন করে খুব বেশি লাভ হয় না। গরুর গোবর নিজের জমিতে জৈব সার হিসেবে ব্যবহারের পাশাপাশি অতিরিক্তি অন্যের নিকট বিক্রিয় করে আয় হয় । ফার্মের গরু দেখভাল ও নির্গত ফার্ম পরিষ্কারসহ অন্যান্য কাজের জন্য ৩-৪ জন শ্রমিক কাজ করছেন।
সাইফুল ইসলাম (রুবেল) জানান, স্বল্প সুদে সরকারিভাবে ঋণের ব্যবস্থা থাকত তাহলে আমাদের মতো শিক্ষিত উদ্যোক্তাদের জন্য অনেক ভালো হতো। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী জানান, সাইফুল ইসলাম রুবেলের ফার্মে অনেক ছোট বড় বিদেশি গরু আছে। আমরা ঐ ফার্মে বিভিন্ন দিকনিদের্শনা ও চিকিৎসা পত্র দিয়ে থাকি ।