প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৬:১৯:৪৬ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুর রশিদ বলেছেন, সারাদেশে পুলিশের পরিসেবা সহজ করতে এবং সেবার স্তরগুলো জনগণের দোর গোরায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের আইজিপি’র নির্দেশে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। বিট পুলিশিং কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন। এছাড়াও এলাকার মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে। মঙ্গলবার বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম। সভাপতিত্ব করেন নারহট্র ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল। বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য এস এম রুহুল মোমিন তারিক, কাহালু উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক (তোতা), নারহট্র ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এস আই মেহেদী হাসান, এ এস আই জহুরুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, নারহট্র ইউ পি সদস্য তোতা মিয়া সাহানা, আবু সাঈদ (বেনু), জামাল উদ্দিন প্রমুখ।