প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ৬:৪২:৫৩ প্রিন্ট সংস্করণ
“স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে (৮ জুন) শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক এর হলরুমে রেলী উত্তর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। জনসচেতনতায় ভূমি আইন ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) এটিএম ফরহাদ। এতে প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান এবং সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফা কামাল কিশোরগঞ্জ প্রেসক্লাব সদস্যসচিব মানোয়ার হোসেন রনি, কৃষক লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী ও স্কাউট, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।