প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৪:৫৮:৪০ প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. হাসান (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত হাসান নগরীর দৌলতপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক দীনেশ চন্দ্র দাশ গুপ্ত। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় একদল যুবক হাসানকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে এ সময় হামলায় গুরুতর আহত জসিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত হাসানের স্ত্রী জুথি আক্তার বলেন, ‘বছর খানেক আগে আমাদের বিয়ে হয়। আমাদের ২২ দিন বয়সী একটি ছেলে আছে। সন্ধ্যায় হাসান তার বন্ধু রাব্বীকে নিয়ে বের হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পাই।’
রাতে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘এটা ব্যক্তিগত বিরোধে হত্যাকাণ্ড। এর সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় নেই। ঘাতকদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’