প্রতিনিধি ২০ মে ২০২১ , ৮:০২:০৪ প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি চেয়েছেন নেত্রকোনার কেন্দুয়ায় কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার উপজেলা সদরের অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক রোজিনাকে হেনস্থাকারীদের বিচার দাবিও করেছেন সাংবাদিকরা। “সাংবাদিক সমাজ” এর ব্যানারে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ের সামনে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১ থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা,শেখ কামাল, রাখাল বিশ্বাস, আয়নাল হক, কামরুল হাসান ভূঁইয়া, গীতিকার দিলবাহার খান, আবুল কাশেম আকন্দ, মামুনূর রশিদ মামুন, ও ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘হেল্পলাইন কেন্দুয়া’ এর এডমিন শাহ্ আলী তৌফিক রিপন প্রমূখ।