ঢাকা

কোটালীপাড়ার ঘাঘর বাজারের অগ্নিকান্ডে ৩ দোকান ভষ্মীভূত 

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ৭:৪১:৩৬ প্রিন্ট সংস্করণ

কোটালীপাড়ার ঘাঘর বাজারের অগ্নিকান্ডে ৩ দোকান ভষ্মীভূত 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী সোহেল শেখের ভাঙ্গারী, এ্যালমুনিয়াম এবং গনেশ সাহার তেলের গোডাউন সহ তিনটি দোকান পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।

এ ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম। তিনি আরো জানান- আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে। সোমবার (৩০ ডিসেম্বর) ভোর রাতে খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়- তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে চার পাশে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌছে আড়াই ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় মালামাল সহ পুরো ঘর। তবে এ ঘটনায় জানমালের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। লেবু শেখ, লাভলু গাজী, বাবুল খান সহ একাধিক ব্যবসায়ী সাংবাদিকদের জানান- গনেশ ও পূর্ন্য সাহার গোডাউন থেকে আগুন লাগে, তাদের গোডাউনে পেট্রোল ডিজেল মবিল কেরোসিন সয়াবিন ভরা ড্রাম ছিলো, আমরা বার বার অনুরোধ করা সত্তেও পেট্রোল ডিজেলের ড্রাম সরায় নি।

এ ব্যাপারে মেসার্স লোকনাথ ট্রেডার্স এর স্বত্বাধিকারী গনেশ চন্দ্র সাহা জানান- আমাদের গোডাউনে পেট্রোল ছিলোনা, কোরোসিন মবিল ডিজেল সয়াবিন ছিলো আর কিছু খালি ড্রাম ছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ঘাঘর বাজার বনিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ঘটনা স্থল পরিদর্শন করেছেন। 

আরও খবর

Sponsered content