চট্টগ্রাম

কোটা বৃদ্ধির দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ৭:৫৬:৫৮ প্রিন্ট সংস্করণ

কোটা বৃদ্ধির দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সারাদেশে যখন কোটা বাতিলের আন্দোলনে মুখর সাধারণ শিক্ষার্থীরা তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিজেদের জন্য আরও কোটা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বলা হয়, অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য যেখানে সংবিধানে চাকরির কথা বলা হয়েছে সেখানে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। দেশে সরকারি রেজিস্ট্রেশনে মোট প্রতিবন্ধীর সংখ্যা ২৭ হাজার। আমাদের কোটা বাতিল করলে একটা বৈষম্য করা হবে। আমরা খুবই কষ্টের মাধ্যমে পড়াশোনা করি। সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে অনগ্রসর মানুষদের জন্য চাকরির নিশ্চয়তার কথা বলা হয়েছে। তাই আমাদের জন্য কোটা সংরক্ষণ করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, ১ম ও ২য় শ্রেণির চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুনর্বহাল করতে হবে। সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের এক শতাংশ কোটা হাস্যকর। আমরা আমাদের ৫ শতাংশ কোটা চাই। মুক্তিযোদ্ধাদের আপনারা ৩০ শতাংশ কোটা দিচ্ছেন তারা কী অনগ্রসর জাতি?

আদিবাসী শিক্ষার্থীরা বলেন, পার্বত্য চট্টগ্রামে কাপ্তাই বাঁধের কারণে ৫৪ হাজার একর জমি পানির নিচে তলিয়ে গেছে। স্বাধীনতার পরে আমাদের বলা হলো আপনাদের বাঙালিতে প্রমোশন দিলাম যা একটা চরম বৈষম্য। আদিবাসীদের কারণে দেশের উন্নয়ন হচ্ছে। তারাও দেশের নাগরিক। তারাও ভোট দিয়ে সরকার নির্বাচন করে। তাই তাদের সরকারি চাকরিতে কোটার সুযোগ দিতে হবে।

আরও খবর

Sponsered content