দেশজুড়ে

খানসামায় আগুনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৫:৪৫:২২ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা থানার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, হরিজন পল্লী, হিজড়া স¤প্রদায় ও করোনায় কর্মহীন ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে খানসামা থানার ওসি শেখ কামাল হোসেনের আয়োজনে ও থানা পুলিশের ব্যবস্থাপনায় থানা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই শতাধিক পরিবারে চাল, ডাল, তেল, লবন ও সাবান সম্বলিত প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করেন বীরগঞ্জ সার্কেল অফিসার ওয়ারেস হাসান। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে বীরগঞ্জ সার্কেল অফিসার ওয়ারেস হাসান বলেন, প্রয়োজনে সকলের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে প্রস্তুত পুলিশ। 

আরও খবর

Sponsered content