দেশজুড়ে

গরীব কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক দল

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৩:১১:৫৭ প্রিন্ট সংস্করণ

রবিউল ইসলাম,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মাঠে এক গরীব কৃষক রবিউল ইসলামের দশ কাঠা জমির ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার সকালে মাঠে গিয়ে এই ধান কাটা হয়।

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পাপ্পু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের তত্ত্বাবধানে ধান কাঁটা কর্মসূচি অংশ নেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ জিন্নাহ, উপজেলা সভাপতি তোফাজ্জেল হোসেন তপন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, শহীদুল ইসলাম হিরু, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, এরশাদ হোসেন সোনা, তরিকুল ইসলাম ও সরওয়ার হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলেল সভাপতি সাজেদুর রহমান পাপ্পু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের পরামর্শক্রমে ঝিনাইদহ জেলার বিভিন্নস্থানে অসহায় ও গরীব কৃষকের ধান কাটা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে গরীব কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by