ঢাকা

গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৫:২৬:৪৯ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম শুভ গাজীপুর সদর প্রতিনিধি :

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় যাত্রীবাহী বাস চাপায় এক পোশাক শ্রমিক পথচারী নিহত হয়েছে।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার পাবরিয়াচালা এলাকার বারেক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি একটি কারখানার পোশাক শ্রমিক ছিলেন।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল পোশাক শ্রমিক জাহাঙ্গীর আলম। এ সময় দ্রুতগতির

একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মারা যায়। এক পর্যায়ে তাকে দেখতে মোঃ জিয়া নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে। এসময় বনশ্রী পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা এনা পরিবহনের একটি বাস ও প্রভাতী বনশ্রী পরিবহনের ওই বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, বাস দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content

Powered by