দেশজুড়ে

গাজী টায়ারস মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়া স্বজনদের আহাজারি

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৪ , ৬:৫৫:১৫ প্রিন্ট সংস্করণ

গাজী টায়ারস মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়া স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসি এলাকায় গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শত শত লোক ভবনের ভিতরে আটকা পড়েছে। আটকা পড়াদের স্বজনদের আহাজারিতে কারখানা এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। সোমবার (২৬ অঅগস্ট) দুপুরে গাজী টায়ার কারখানা পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান।

সোমবার (২৬ আগস্ট) দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। আগুন নিয়ন্ত্রনে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ২০টি ইউনিট। তাদের সদস্যরা এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। অবকাঠামগত ও ভিতরে টায়ার উৎপাদনের ধার্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও ভেতরে আটকা পড়াদের উদ্ধারের ব্যাপারটি জটিল হয়ে পড়েছে।

আগুনে আটকা পড়া স্বজনদের অনেকেই জানান তাদের কোন খোঁজ খবর পাচ্ছে না। তারা কি বেঁচে আছে না মরে গেছে সেটাও তারা জানেনা। অনেকে আবার সন্তানের জন্য বিলাপ করে কাঁদছে। আটকা পড়াদের স্বজনদের আহাজারিতে কারখানা এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান আগুন লাগা গাজী টায়ার পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিস সদস্য ও সেনা কর্মকর্তাদের সাথে কথা বলেন কিভাবে আগুন  দ্রুত নিয়ন্ত্রণ করা যায় এবং এলাকাবাসীকে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content