রংপুর

গান গেয়ে বৃদ্ধ অন্ধের উপার্জন, খানসামা থানার ওসির মানবতা

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৬:২২:৫৩ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : জগীমোহন রায়। বয়স প্রায় ৭০। বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার বড়েয়া গ্রামে। তিনি জন্ম থেকেই অন্ধ। সেই ছোট বেলা থেকেই গান গেয়ে যা উপার্জন হয় তা দিয়েই সংসার চলে তার। ২৬/২৭ বছর বয়সে বিয়ে করলেও শেষে বউ তাকে ছেড়ে চলে যায়। নেই তার বাবা-মা, ভাই-বোন ও সন্তান। বর্তমানে তিনি তার এক ভাগিনীর বাড়িতে থাকেন। সারাদিন যা উপার্জন হয় তা সেই ভাগিনীর হাতে তুলে দিয়ে তিনি কোনমতে জীবনযাপন করেন। এভাবেই তিনি গান গাইতে এসে দিনাজপুরের খানসামা থানা চত্বরে পুলিশদের কয়েকটি গান শোনান। গান শুনে অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন তাকে থানার গোল ঘরে নিয়ে এসে বসান। পরে ওসিও একটি গান শুনেন। তারপর ওসি তার পরিচয় জানতে চাইলে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। খানসমা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে গান গেয়ে নিজের খাদ্যের জন্য অর্থ উপার্জন করা কাহারোল উপজেলার অন্ধ এক বৃদ্ধ থানা চত্বরে আসলে প্রকৃতিপ্রেমী ও মানবিক ওসি শেখ কামাল হোসেন তার জীবনযাপন বিষয়ে কষ্টের কথা শুনে আবেগাপ্লুত হয়ে গোল ঘরে টেবিল-চেয়ারে বসিয়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসা নিজে হাতেই অন্ধ বৃদ্ধকে খাওয়ান ও আর্থিক সহযোগিতা করেন।

এ বিষয়ে ওসি শেখ কামাল হোসেন বলেন, আমি খেটে খাওয়া মানুষের সন্তান। গত রবিবার বিকেলে থানা চত্বরে ঐ বৃদ্ধ আসলে তার সাথে একান্ত কথা বলে তার কষ্টের জীবনকাহিনী শুনেই খুবই মর্মাহত হয়েছি। সাধ্যমত চেষ্টা করেছি অন্ধ এই বৃদ্ধের পাশে দাঁড়ানোর। পরবর্তীতেও ঐ অন্ধ বৃদ্ধের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

আরও খবর

Sponsered content