ঢাকা

গোপালগঞ্জের হরিদাসপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২১ , ৫:০৭:০৬ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
“বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” – এ প্রতিপাদ্যে গোপালগঞ্জ সদর থানার আয়োজনে হরিদাসপুর ইউনিয়নে সদর থানার বিট নং -১১ এর আওতাধীন সকল শ্রেণি-পেশার জনগণের সতঃস্ফুর্ত অংশগ্রহণে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে এ বিট পুলিশিং সভায় উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজারে হরিদাসপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। এছাড়া অত্র এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তা নিরসনে পরামর্শ চেয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আলহাজ্ব এস এম মওদুদ হোসেন রেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুস্তাফিজুর রহমান (হাসান) সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান, আছাদ মোল্লা, ৩৪নং আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাভলী বেগম প্রমুখ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত), শীতল চন্দ্র পাল, এস আই আইয়ুব হোসেন, হরিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রেজাউল করিম বাসু, ১১ নং বিট পুলিশিং কর্মকর্তা এস আই বিশ্বজিৎ ঘোষ, এ এস আই সাইফুল ইসলাম, হরিদাসপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ, হরিদাসপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পুলিশ প্রধান মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায় ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্যারের তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ নতুন উদ্যমে এগিয়ে চলেছে। থানায় জিডি বা অভিযোগ দিতে এখন আর কোন টাকা লাগে না। আপনারা ভয় না পেয়ে এলাকায় ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক ও জুয়া নিরোধে পুলিশকে সঠিক তথ্য দেন। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম ও ঠিকানা সম্পূর্ন গোপন থাকবে বলেও তিনি সকলকে আশ্বস্ত করেন। আপনারা অপরাধীকে ভয় পাবেন না, এলাকায় কোন বিপদ-আপদ হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমার মুঠোফোন দিন- রাত ২৪ ঘন্টাই খোলা থাকে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোপালগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আপনাদের শান্তির ঘুম নিশ্চিত করতে আমরা রাতে জেগে থাকি।
নতুন নিয়মে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে লোকবল নিয়োগ সংক্রান্তেও তিনি আলোকপাত করে বলেন, অসাধু দালাল চক্রের কারোর সাথে আপনারা কোন আর্থিক লেনদেন করবেন না। মহামারী করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন তিনি। পরে প্রজেক্টরের মাধ্যমে নতুন নিয়মে পুলিশে ভর্তি সংক্রান্ত একটি শিক্ষণীয় প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

আরও খবর

Sponsered content

Powered by