প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৪:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস – ২০২৫ পালিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) লাখসানা লাকী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এদিকে, “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মঈনুল হকের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস, পৌরসভার কর নির্ধারক শেখ মোস্তাইন বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে মুকসুদপুর উপজেলা, কাশিয়ানী উপজেলা ও কোটালীপাড়া উপজেলায় বর্ণনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।