ঢাকা

গোপালগঞ্জে কমিউনিটি গ্রুপ মাসিক সভার নিয়মিতকরণ ওরিয়েন্টেশন কর্মশালা

  প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ৬:৩২:২১ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে কমিউনিটি গ্রুপ মাসিক সভার নিয়মিতকরণ ওরিয়েন্টেশন কর্মশালা

“দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ : স্মার্ট কমিউনিটি ক্লিনিক” এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে কমিউনিটি গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বি-মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষ জয়ধ্বনিতে গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএসসি) কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্যসেবা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসি, সিবিএইচসি এর প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রানী দেবী।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমানের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিবিএসসি’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. বিথী মন্ডল, ডা. ফাতেহা করিম, সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সাইদুজ্জামান জুয়েল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার দিবাকর বিশ্বাস, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, শেখ মোস্তফা জামান, কে এম শফিকুর রহমান, সিবিএসসি সদস্য ইয়াহিয়া বিশ্বাস, রবিউল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ। এসময় সদর উপজেলার আওতাভুক্ত বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানকারীরা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content