ঢাকা

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ২ মে ২০২১ , ৮:২৩:২২ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে ১২ নং উলপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল) নিজে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করেন।
এ সময়ে সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুদর্শন কর্মকার, ইউপি সচিব, ইউপি সদস্য সহ সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক চাষী ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা সুদর্শন কর্মকার জানান, প্রতি জন কৃষককে সরকার প্রদত্ত বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এভাবে এই ইউনিয়নের মোট ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এগুলো বিতরণ করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by