প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৫ , ৮:৩০:১৫ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে বড় দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার ৫ জানুয়ারি (২০২৫) সন্ধ্যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল, সমন্বয়ক হিজবুল্লাহ, ইউপি সদস্য টিপু সুলতান, ইউপি সদস্য ইমাইনুল হোক,প্রমুখ।
শীতবস্ত্র কম্বল পেয়ে। সবাই খুশি, ২০০ শত ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী দরিদ্র, পরিবার কে বিতরণ করা হয়।