ঢাকা

গোল্ডেন রিফিট কারখানার নারী শ্রমিক নিহতের বর্ণনা দিলেন কারখানা কর্তৃপক্ষ

  এমদাদুল হক ১৩ মার্চ ২০২৫ , ৭:৪৯:২৩ প্রিন্ট সংস্করণ

গোল্ডেন রিফিট কারখানার নারী শ্রমিক নিহতের বর্ণনা দিলেন কারখানা কর্তৃপক্ষ

শ্রীপুরের সীমান্তবর্তী এলাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার নারী শ্রমিক মোছা: জান্নাতুল (৩২) মহাসড়ক পার হওয়ার সময় নিহত হয়। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স) ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে কারখানার সভাকক্ষে কর্তৃপক্ষ নিহতের বর্ণনা দিয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে দুর্ঘটনার প্রকৃত ঘটনা বিশ্লেষন করেন।

নিহত শ্রমিক মোছা: জান্নাতুল (৩২) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বরচর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। সে বাঘের বাজার এলাকায় ভাড়া থেকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করতো।

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জয়নুল আলম রিপন সাংবাদিকদের বলেন, জান্নাতুল সুইং সেকশনের অপারেটর। ঘটনার দিন বুধবার (১২ মার্চ) কারখানায় হেঁটে আসার পথে সকাল ৬ টা ৯ মিনিটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় উল্টো পথে আসা অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তারা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রীনা খাতুন ও কল্পনা আক্তার জানান, নিহতের আগেরদিন জান্নাতুল ছুটি শেষে আমাদের সাথে কারখানা থেকে বের হয়েছে। ছুটির বিষয়ে সে কোনো আবেদন করেনি। সংবাদে তার কাছ থেকে কারখানার পরিচয় পত্র রেখে দেওয়ার যে কথা বলা হয়েছে তাও সঠিক নয়। কারণ, আমাদের কারখানায় ফেস এবং ফিঙঙ্গার পান্সের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করা হয়।

কারখানার পিসি কমিটির সহ-সভাপতি সিনিয়র সুইং অপারেটর সাবিনা খাতুন বলেন, আমাদের সহকর্মী মোছা: জান্নাতুল সকালে কারখানায় আসার পথে অটোরিক্সার সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তাঁর মৃত্যু নিয়ে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তাঁর মৃত্যুর পর কারখানা কর্তৃপক্ষ দাফন কাফনের সকল ব্যবস্থা করে এবং শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণের প্রদানের ব্যবস্থা করবে।

কারখানার সেইফটি কমিটির সহ-সভাপতি উবায়দুল বলেন, আমাদের কোন শ্রমিক ভাই বোনেরা সহকর্মীর মৃত্যুর বিষয়ে কোনো গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেনি। বহিরাগত কিছু দুষ্কৃতিকারী কারখানার ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার জন্য আমাদের কারখানার শ্রমিক পরিচয়ে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।  

নিহতের স্বামী ইসমাইল হোসেন বলেন, আমার স্ত্রী জান্নাতুল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষ দায়ী নয়। তাছাড়া তাকে ছুটি দেওয়া নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুল। আমার স্ত্রী নিহতের আগেরদিন কোনো ছুটির আবেদন করেনি কারখানা কর্তৃপক্ষের কাছে। কারণ, আমার বাচ্চা অসুস্থ ছিল না।

শ্রীপুর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজন মালাকার বলেন, নারী শ্রমিক মোছা: জান্নাতুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

আরও খবর

Sponsered content