প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ১২:২৮:০৭ প্রিন্ট সংস্করণ
এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি: পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতার অঙ্গীকারে “ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে স্মার্ট সাংবাদিকতা” স্লোগানকে সামনে রেখে ‘গ্র্যাজুয়েট প্রেস ক্লাব, কক্সবাজার’ এর ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের এক অভিজাত হোটেলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ৬ মাসের জন্য এ আহ্বায়ক গঠন করা হয়। পরে, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিকের মতামতের ভিত্তিতে আজ শনিবার (১ মার্চ) চূড়ান্তভাবে একটি আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়।
সর্বসম্মতিক্রমে নিউজ ভিশনের সম্পাদক ও সাপ্তাহিক জোৎস্নালোকের নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামকে আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণ, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি মোঃ এরফান হোছাইনকে সদস্য সচিব করা হয়। এই কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদুল ইসলাম (জেলা প্রতিনিধি, The Daily Massenger ও বাংলাদেশ বুলেটিন), অন্তর দে বিশাল (স্টাফ রিপোর্টার, সংবাদ সারাবেলা ও চীফ রিপোর্টার, গণসংযোগ), এবং মোঃ বিন আবদুল্লাহ ম্যাক্স (জেলা প্রতিনিধি, The Daily Tourist ও রিপোর্টার, সিবিএন)।
উক্ত আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন জয় বৈদ্য (স্টাফ রিপোর্টার, দৈনিক সমুদ্রকণ্ঠ ও জেলা প্রতিনিধি, দৈনিক চিত্র), আনোয়ার হোসেন বাপ্পী (জেলা প্রতিনিধি, সকালের আলো), রিদুয়ানুল হক জিসান (উখিয়া প্রতিনিধি, দৈনিক সংগ্রাম), এমরান উদ্দিন (পেকুয়া প্রতিনিধি, দৈনিক পূর্বকোণ ও বিশেষ প্রতিনিধি, দৈনিক দেশ বর্তমান), আনোয়ার হোসেন (স্টাফ রিপোর্টার, বিডিসমাচার২৪) এবং আবুল কাসেম (কুতুবদিয়া প্রতিনিধি, এনটিভি, আজকের পত্রিকা ও দৈনিক আজাদী)।
এই সংগঠনে প্রায় ৩০ জনের বেশি সদস্য রয়েছেন, যারা জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত। সংগঠনটির লক্ষ্য, পেশাগত মানোন্নয়নের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের কথা তুলে ধরা। হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে, জনমানুষের কণ্ঠস্বরকে প্রাধান্য দেওয়াই তাদের উদ্দেশ্য।
কক্সবাজারে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান,স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরা সহ পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।
সংগঠনটি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে। পাশাপাশি, ডিজিটাল সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং এবং ডেটা জার্নালিজমের মতো বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ইউনেস্কোর ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল)’ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে একটি ‘সিটিজেন জার্নালিস্ট নেটওয়ার্ক’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের।
মিডিয়া ব্যক্তিত্বরা এই উদ্যোগকে ‘অত্যন্ত প্রাসঙ্গিক’ আখ্যায়িত করে বলেন, স্থানীয় সাংবাদিকদের একাডেমিক জ্ঞান ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা একত্র হলে গুণগত পরিবর্তন আসে। ইতিমধ্যে সাংবাদিকদের যোগ্যতা আর দক্ষতার উপরে অন্তবর্তী সরকার বিভিন্ন প্রস্তাবনা এনেছে, সংস্কারের ধারাবাহিকতায়। শিক্ষিত গণমাধ্যমেরকর্মী আগামী দিনের পথ প্রদর্শক হিসেবে দারুন ভুমিকা রাখবে বলে এই প্রেস ক্লাব বিশ্বাস করে।